Saturday, October 25, 2025
HomeScrollআসছে রঘু ডাকাতের নতুন গান 'ঝিলমিল লাগে রে'

আসছে রঘু ডাকাতের নতুন গান ‘ঝিলমিল লাগে রে’

সৌদামিনী’র সঙ্গে রোম্যান্টিক গানে রঘু

ওয়েব ডেস্ক: কপালে রক্ততিলক, হাতে দৈত্যাকার খড়্গ। প্রথম ঝলকেই রঘুর ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন দেব। সোমবার সন্ধ্যায় সেই রঘুই খবর দিলেন যে সৌদামিনীর সঙ্গে রোম্যান্টিক গান নিয়ে আসছে আরও একটি গান ঝিলমিল লাগে রে । এই গানে নতুন কি দেখা যাবে?

কপালে সিঁদুর, চাদরে ঢাকা মুখ। নতুন বছরের শুরুতেই ‘রঘু ডাকাত’ লুকে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন টলিউড সুপারস্টার। তবে স্বাধীনতা দিবসের সকালে মুক্তিপ্রাপ্ত পয়লা টিজারে দেব আরও ভয়ানক অবতারে ধরা দিয়েছিলেন। মাতৃভূমি রক্ষার্থে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কীভাবে গর্জে উঠেছিলেন দুস্থদের রবিনহুড রঘু? সেই ঝলকই ঝরা পড়েছিল টিজারে। আর এবার ‘রঘু’ খবর দিলেন আসছে ‘ঝিলমিল লাগে রে’ সৌদামিনী’র সঙ্গে রোম্যান্টিক গান নিয়ে আসতে চলেছেন তিনি।

আরও পড়ুন: ডায়েট ভুলে গণেশ পুজোয় কী খেলেন আলিয়া? দেখুন

শুভশ্রীর সঙ্গে মন কষাকষি, তরজার মাঝেই মধ্যমণি হিসেবে স্পটলাইটে প্রত্যাবর্তন কিশোরী ইধিকা পালের। দেবের পিরিয়ড ড্রামার নতুন গান ‘ঝিলমিল লাগে রে’। পোস্টার পোস্ট করে দেব লিখলেন, ঝিলমিল আলোয় বাঁধবে আবেগের ডোর। সেই গান রিলিজের ঘোষণা করতেই রং মিলান্তি পোশাকে রোম্যান্টিক জুটি হিসেবে ধরা দিলেন দেব-ইধিকা। পোস্টারে দুজনের চাহনিতে স্পষ্ট ভালোবাসা। যেখানে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ফ্রেমে ফুটে উঠবে রঘু-সৌদামিনীর প্রেমের ঝলক।

দেখুন খবর: 

Read More

Latest News